রবিবার পরিবেশ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভোলা ও নড়াইল জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মোট ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী অভিযান চালানো হয়। এসব জেলায় ৩টি ভ্রাম্যমাণ...