নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আবুল কাশেম কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান কর্তৃক জারি আদেশে বলা হয়েছে, তিনি রোগীর আত্মীয়দের সঙ্গে অশালীন ভাষায় কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অপেশাদার আচরণ, অশ্লীল বক্তব্য এবং দুর্ব্যবহার রয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ধারা ১২(১) অনুযায়ী, আদেশ জারির তারিখ থেকেই ডা. আবুল কাশেম সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালে, যেখানে ধর্ষণের শিকার এক শিশুর বাবা‑স্বজনদের সঙ্গে ডা. আবুল কাশেম কর্তৃক অশ্লীল, অপমানসূচক ও হুমকিসহ কটূক্তিমূলক ভাষায় কথা বলার একটি ভিডিও ভাইরাল হয়। এই...