আজ ২২ সেপ্টেম্বর ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি (EU) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM)-এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (ARI)-এর মধ্যে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান EOI'তে স্বাক্ষর করেন। অপরদিকে UiTM এর পক্ষে ARI-এর পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপার্সন, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে UiTM-এর পক্ষ থেকে ড. মুহাম্মদ নাজমুল হক, ড. মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান এবং মিসেস লিলি মারদিয়াহ আদম মুদিন অংশগ্রহণ করেন। এই স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ...