পুঁজিবাজার ডেস্ক:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৮ কোটি ৩৬ লক্ষ ৮৫ হাজার ১৭৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯১২ টাকা। ডিএসইব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৪.৭১ পয়েন্ট কমে ৫৩৩৭.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ১১.৮৬ পয়েন্ট কমে ২০৭১.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৭০ পয়েন্ট কমে ১১৫০.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪ টির, কমেছে ৩০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানিহলো:-ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন, খানব্রাদার্স পিপি, টেকনোড্রাগ, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, সিটিব্যাংক, ব্র্যাকব্যাংক, আইএসএনলিঃ ও ফারইস্ট নিটিং। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানিহলো:-জিকিউবল পেন, বিডি...