আগামী ২৫ সেপ্টেম্বরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুইটি পক্ষ। একপক্ষ ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাচ্ছে, অন্যপক্ষ এটাকে প্রহসনের নির্বাচন বলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে দুই পক্ষই রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সন্ধ্যার পর থেকে সেখানে একপক্ষ ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন চেয়ে স্লোগান দিচ্ছে। অন্যপক্ষ স্লোগান দিচ্ছে- ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।আরো পড়ুন:রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাসশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির নেপথ্যে রাকসু বানচালের চেষ্টার অভিযোগ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির নেপথ্যে রাকসু বানচালের চেষ্টার অভিযোগ এদিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে নির্বাচন কমিশনের সভা চলছে। আলোচনা বিষয়- রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা বাতিলের পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন করা সম্ভব...