গ্রক ৪ উন্মোচনের কয়েক মাসের মধ্যেই নতুন এআই মডেল ঘোষণা করল ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। সম্প্রতি তারা ‘গ্রক ৪ ফাস্ট’ নামে আরেকটি মডেল উন্মোচন করেছে। এটি আগের মডেলের তুলনায় দ্রুততর এবং আরও কার্যকরভাবে কাজ করতে পারে বলে দাবি করছে কোম্পানিটি। এক্সএআই বলছে, গ্রক ৪ ফাস্ট প্রায় গ্রক ৪ এর মতোই কাজ করলেও গড়ে ৪০ শতাংশ কম ‘থিংকিং টোকেন’ ব্যবহার করে। ফলে ব্যবহারকারীরা দ্রুত উত্তর পাবেন এবং একইসঙ্গে কম কম্পিউটেশনাল খরচে কাজ সম্পন্ন করা সম্ভব হবে। শুধু গতি বাড়ানোই নয়, এ মডেলের আরেকটি সুবিধা হলো খরচ কমে যাওয়া। কোম্পানিটির দাবি অনুযায়ী, গ্রক ৪ ফাস্ট ব্যবহার করলে গ্রক ৪-এর তুলনায় ৯৮ শতাংশ খরচ কমে যায় এবং পারফরম্যান্সে একই মান বজায় থাকে। কোড লেখা থেকে শুরু করে ওয়েবে দ্রুত কোনো তথ্য অনুসন্ধান সব...