পঞ্চগড় সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ বলা হয়েছে, রোগীর আত্মীয়ের সঙ্গে চিকিৎসক আবুল কাশেমের করা অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এমন আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি। এ জন্য আবুল কাশেমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় খোরপোশ ভাতা পাবেন বলে আদেশে বলা হয়েছে। পঞ্চগড় সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, “রোগীর আত্মীয়ের সঙ্গে ওই চিকিৎসকের অশালীন আচরণের ভিডিওটি নজরে আসার পরপর তাকে শোকজ করা হয়। এর মধ্যে মন্ত্রণালয়...