চলতি বছর জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে কলমানি সুদের হার কিছুটা কমেছে। সংকটে থাকা ব্যাংকগুলো আগস্ট মাসে ধার করেছে ১ লাখ ১৬ হাজার ১২৫ কোটি টাকা। এ সময় ব্যাংকগুলোর একদিনের বা ওভারনাইট কলমানি লেনদেনে সুদের হার ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। আগের মাস জুলাইয়ে একদিনের ধারের গড় সুদ হার ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। আলোচ্য সময়ের ব্যবধানে সুদহার কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।আরো পড়ুন:পুঁজিবাজারে সালমান-সায়ান-শিবলী আজীবন নিষিদ্ধ, আদেশ জারিএকীভূতকরণে সম্মতি দিল গ্লোবাল ইসলামীসহ অধিকাংশ ব্যাংক পুঁজিবাজারে সালমান-সায়ান-শিবলী আজীবন নিষিদ্ধ, আদেশ জারি একীভূতকরণে সম্মতি দিল গ্লোবাল ইসলামীসহ অধিকাংশ ব্যাংক সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে একদিনের জন্য ব্যাংকগুলো ধার করেছে ১ লাখ ১ হাজার ৯৬৩ কোটি টাকা। এই মাসে শর্টনোটিশ মেয়াদে ধারের পরিমাণ ১২...