দেশের অন্যতম প্রধান ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে রুহুল কুদ্দুস খানকে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে।রুহুল কুদ্দুস ১৯৯৬ সালে ইউনিলিভারের কালুরঘাট কারখানায় ‘ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম (UFLP)’-এর মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন। তার ২৯ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন ও গবেষণা ও উন্নয়ন (R&D) বিভাগে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরবর্তীতে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে অসামান্য ভূমিকা রাখেন।ডেটা অ্যানালিটিক্স, প্রসেস অটোমেশন এবং ডিজিটাল রূপান্তরে তার নেতৃত্বে গ্রাহককেন্দ্রিক কাজের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। একইসাথে, ইউনিলিভারের বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য...