বৃশালিখা ঘাটের পাশে স্থাপিত বিএনপির একটি শাখা ভাঙচুর করা হয়। পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের বৃশালিখা এলাকায় সংঘর্ষ হয়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।আরো পড়ুন:খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০নড়াইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০ বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ‘‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।। গোলাগুলিও হয়েছে। এতে বিএনপি ও আওয়ামী লীগ সবাই আছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সেনা সদস্য, পুলিশ ঘটনাস্থলে আছে।’’ স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকা। আগে বৃশালিখা ঘাট...