মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বছর জানুয়ারিতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পরও বাংলাদেশের এনজিওগুলোতে বিদেশি অনুদান বেড়েছে৷ এনজিও বিষয়ক ব্যুরোর হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের এনজিওগুলো প্রায় ৯ হাজার ২২০ কোটি টাকা বিদেশি অনুদান পেয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি৷ ২০২৩-২৪ অর্থবছরেঅনুদানের পরিমাণছিল সাত হাজার ৬০১ কোটি টাকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বছর জানুয়ারিতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পরও বাংলাদেশের এনজিওগুলোতেবিদেশি অনুদান বেড়েছে৷ ট্রাম্পের ঘোষণার পর বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে চলা ৫৯টি প্রকল্পের মধ্যে ৫৫টি বন্ধ হয়ে যায়৷ এতে করে দেশ প্রায় ৭০০ মিলিয়ন ডলার উন্নয়ন সহায়তা হারায়৷ এ বিষয়ে এনজিও ব্যুরোর পরিচালক আনোয়ার হোসেন ডিডাব্লিউকে বলেন, ‘‘আসলে আমাদের এনজিওগুলো নতুন ডোনার খুঁজছে এবং তারা সফল হচ্ছে৷ এক দিক বন্ধ হয়ে গেলে অন্য দিক খুঁজে নিতে...