রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, প্রশাসনের সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ, নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করতে হবে। এখানে কারও যদি দ্বিমত থাকে আগেই জানাবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিক কর্মকর্তা ও পুলিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।ড. সালেহ হাসান নকীব বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ এ নির্বাচন হবে। সবার সাহায্য-সহযোগিতা ও আন্তরিকতা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কীভাবে মিট-আপ করবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।তিনি আরও বলেন,...