চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর। অধিদপ্তরের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে মহাপরিচালক বলেন, ডেঙ্গুতে যারা মারা গেছেন, তাদের অনেকেই দেরিতে হাসপাতালে এসেছেন। এমন রোগীদের খারাপ অবস্থায় ভর্তি হওয়ার কারণে চিকিৎসার সুযোগ কমে যাচ্ছে। আবু জাফর বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে দ্রুত হাসপাতালে ভর্তি হলে মৃত্যুহার কমানো সম্ভব। সময়মতো চিকিৎসা না পাওয়াই মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত বছর মারা গিয়েছিলেন জুনে আট, জুলাইয়ে ১৪,...