নিজস্ব প্রতিবেদক : আরও ছয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হবে। ফ্রান্স ও সৌদি আরবের আহ্বানে এই সম্মেলন শুরু হবে নিউইয়র্ক সময় বিকেল ৩টা। এতে বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও আন্দোরা—এই ছয়টি দেশ সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া এই স্বীকৃতি দিয়েছে। তবে এই উদ্যোগকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটি ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সম্মেলনটি বয়কট করেছে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন একে ‘একটি সার্কাস; আখ্যা দিয়ে বলেন,...