ইংল্যান্ড সফরে পাওয়া পায়ের মারাত্মক চোট থেকে এখনও সেরে ওঠেননি রিশাভ পান্ত। এতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই কিপার-ব্যাটসম্যানের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটে পান্তের। লিডসে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি। পরের তিন টেস্টে খেলেন একটি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস। গড়েন প্রথম সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রান করার কীর্তি। তবে, অসাধারণ ওই যাত্রাপথেই সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে গুরুতর চোট পান ২৭ বছর বয়সী ক্রিকেটার। পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় গড়বড় করে ফেলেন তিনি, ইয়র্কার ডেলিভারি আঘাত হানে তার বুটে। স্ক্যানে ধরা পড়ে চিড়। তবে পরদিন ওই অবস্থায়ই দলের খুব প্রয়োজনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নেমে যান তিনি। আগের...