সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের টেসলা সিইও ইলন মাস্ক জুটি আবারও একসঙ্গে প্রকাশ্যে। পাশাপাশি রাখা দু’টি চেয়ারে তারা বসে আছেন। একে অপরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। বিশেষ কোনও কথা বলার জন্য একজন অপরের দিকে খানিকটা ঝুঁকেও গেলেন। মেলালেন হাতও। তবে কি দুইজনের মাঝে সম্পর্কের বরফ গলেছে? রোববার দুইজনের ওই সাক্ষাতের ছবি এবং ভিডিও দেখে তেমন জল্পনাই জোরালো হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্লেনডালে স্টেডিয়ামে ট্রাম্পের প্রয়াত ঘনিষ্ঠ সহযোগী ও ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই একসঙ্গে দেখা যায় ট্রাম্প এবং মাস্ককে। একসময় দুইজন খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। প্রকাশ্যেই বিরোধে জড়িয়েছিলেন তারা। একে অপরকে আক্রমণ করে বলেছিলেন নানা কথা। ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক নতুন দল...