ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত ছিলেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। সেখানে জানতে চাওয়া হয় স্পিনার জান্নাতুল সুমনার বাদ পড়া সম্পর্কে। সুমনার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অফস্পিনার নিশিতা আক্তার। সারোয়ার ইমরান বলেন, ‘সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল। আমাদের অনেক দিন লেগেছে এই সিদ্ধান্ত নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি বিশ্বকাপে তখন ওদের বাঁহাতি ব্যাটারটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলল সুমনা বল করে নাই এবং ঢাকাতে হোক, প্র্যাকটিসে হোক সবসময় বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ও বল করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে।...