বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল এক যুগান্তকারী পদক্ষেপ, আর এর অগ্রদূত হিসাবে ১৯৯১ সালে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক ড. এম আলিমউল্যা মিয়ান হাতে নেন অনন্য উদ্যোগ। প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। তার বিশ্বাস ছিল- ‘যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চশিক্ষার নিশ্চয়তা থাকতে হবে’, আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তার দর্শনের অন্যতম মূল অংশ। যার ধারাবাহিকতায় আইইউবিএটি আজও প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজধানীর উত্তরায় ২০ বিঘা সবুজ জমির ওপর বিস্তৃত ক্যাম্পাস প্রতিদিন মুখর থাকে হাজারো শিক্ষার্থীর পদচারণায়, যেখানে রয়েছে খেলার মাঠ, শহীদ মিনার, উন্মুক্ত স্টাডি এরিয়া, ফ্রি ওয়াই-ফাই, ইনডোর ও আউটডোর গেমস এবং গাছপালায়...