গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দগ্ধরা হলেন—ফায়ার ফাইটার মো. শামীম আহম্মেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৮), অফিসার জান্নাতুল নাঈম (৩৫) এবং স্থানীয় হার্ডওয়্যারের দোকানী আল-আমিন বাবু (২২)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ গুদামে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে...