ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পালটা-পালটি স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে দুটি পক্ষ। সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে বিক্ষোভ শুরু হয়। একটি পক্ষ আগামী ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানায়, আরেকপক্ষ ভোটারবিহীন রাকসু চায় না বলে স্লোগান দিচ্ছে। ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ সমর্থকরা। অন্যপক্ষে বাম প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের দেখা গেছে। এর আগে বিকাল ৪টা থেকে জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত...