ঢাকা টাইমস গত ১৫ সেপ্টেম্বর ‘ওয়াকফ জমি বিক্রিসহ নানা অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার সোনাতলা সৈয়দ আহমদ মডেল ফাজিল মাদ্রাসার সভাপতি রাশেদ আহমেদ। রাশেদ আহমেদ তার প্রতিবাদে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই—আমি কোনো ওয়াকফ সম্পত্তি বিক্রি করিনি। তিনি বলেন, সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন এমবিবিএস ডাক্তার হিসেবে দেশে ৪ বছর এবং সৌদি আরবে ১৬ বছর সরকারি চিকিৎসা পেশায় নিযুক্ত ছিলাম। আমার বিরুদ্ধে জমি প্রতারণা, মাদ্রাসার মাঠে গরুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা এবং চাঁদা উত্তোলনের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী জাহিদ হাসান মনি এসব মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার...