বিনোদন ডেস্কঃপাকিস্তানি অভিনেত্রী ও মডেল হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে দেশজুড়ে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও আলোচনা। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সফর ছিল মূলত ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইনকে ঘিরে, যেখানে হানিয়া অংশ নেন এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে। শুধুমাত্র আমন্ত্রিত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অতিথিদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে হানিয়া আমির নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন ‘গ্লাস শাইন’ প্রোপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার উপস্থিতি ও কথাবার্তা অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া ফেলে দেয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও ইতিবাচক প্রতিক্রিয়া। অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই সেশনে হানিয়ার প্রাণবন্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্য অনুপ্রাণিত করেছে উপস্থিতদের। সফরের মাধ্যমে ব্র্যান্ড এবং...