লিগ ওয়ানে সোমবার রাতে পিএসজি মাঠে নামবে মার্শেইয়ের বিপক্ষে। একই সময়ে ফ্রান্সের প্যারিস থিয়েটার ডু সারলেটে বসবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানে যোগ দিতে যাচ্ছেন ওসমানে ডেম্বেলে, রুবেন নেভেস ও ডেসিয়ার ডুই। তিনজনই আছেন চোটে। তবে মনোনয়ন পাওয়া দলটির আরও ৬ জন যেতে পারছেন না। ফ্রান্সের ফুটবলে আইন আছে, এমন অবস্থায় পিএসজির স্কোয়াডে যারা আছেন তারা যেতে পারবেন না অনুষ্ঠানে। যেখানে ছেলেদের মনোনয়নে চোট পাওয়া উপরের তিনজনসহ আরও আছেন আশরাফ হাকিমি, খিভিচা কাভারতস্কখেলিয়া, নুনো মেন্ডেস, ফ্যাবিয়ান রুইজ ও ভিতিনহা। ডেম্বেলে বলেছেন, ‘চার ট্রফি জয় সঙ্গে অনেক গোল ও অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই যারা পুরস্কারটি গ্রহণ করতে যাবেন তাদের পাশে নিজেকে দেখতে পাবো, ব্যালন ডি’অরের...