আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তালেবান যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন দ্রুত ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। চার বছর পর এসে এখন সেই ঘাঁটি ফেরত পেতে মরিয়ে হয়ে উঠেছেন ট্রাম্প; দিচ্ছেন হুমকি-ধমকিও। তবে, মার্কিন প্রেসিডেন্টের এসব হুমকি-ধমকিকে মোটেই পাত্তা দিচ্ছে না আফগানিস্তান। ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এক ইঞ্চি মাটিও দেওয়া হবে না যুক্তরাষ্ট্রকে। খবর এএফপির। প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২০ সেপ্টেম্বর) বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি আফগানিস্তান এ ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়, তাহলে খারাপ কিছু হবে। তিনি বলেছেন, বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তাই তাদের হাতেই এটি তুলে দিতে হবে। এএফপি বলছে, যুক্তরাষ্ট্র মূলত আফগানিস্তানের...