দীর্ঘ সাত মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সোমবার (২২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের নামে চিঠি দেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনায় আরও ৩২ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।কুয়েট ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বিএম ইকরামুল হক বলেন, ‘কুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে গত ১৮ ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের সঙ্গে জড়িত থাকার অপরাধে মোট ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এছাড়া আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়। এ বিষয়ে তাদের বিভাগ এবং প্রত্যেককে অবহিত করা হয়েছে।’এর মধ্যে এমএসসির সালিম সাদমানকে এক বছরের জন্য বহিষ্কার, লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ২৩...