সম্প্রতি জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে মিডিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, তার সন্তান এখন বড় হচ্ছে এবং তিনি চান তার পাশে আরও বেশি সময় থাকতে।এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মত প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মিজান মাহমুদ রাজীব। যদিও তিনি স্পষ্ট করেননি এটি কার উদ্দেশে লেখা। তবে তার লেখার বিষয়বস্তু দেখে অনেকেই ধরে নিচ্ছেন, তা মূলত তাহসানকেই ঘিরে।রাজীব লিখেছেন, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। কোন নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না। যারা এরকম কাজ করেন, তাদের জন্য বলছি।হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেইতিনি বলেন, মেয়ে সন্তান বড় হলেই নিজের প্রতিষ্ঠিত সংগীত ক্যারিয়ার থেকে বিদায় নিতে হবে– এটা কেমন যুক্তি? তাহলে তো বোঝা যাচ্ছে, আপনি নিজেই বিশ্বাস...