সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা রবিবার নিউইয়র্কে পৌঁছেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। প্রায় ছয় দশক পর কোনও সিরীয় প্রেসিডেন্ট এই বৈশ্বিক মঞ্চে অংশ নিচ্ছেন। সর্বশেষ ১৯৬৭ সালে সিরিয়ার রাষ্ট্রপ্রধান সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হন। এতে সিরিয়ায় প্রায় ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধেরও অবসান ঘটে। বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন আল-শারা। তিনি পরে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ক্ষমতায় আসার পর থেকে আল-শারা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও পশ্চিমা বিশ্বের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদিও তার নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শামকে একসময় যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল। এ কারণে আন্তর্জাতিক মহলে শুরুতে তাকে ঘিরে শঙ্কা ছিল। আল-শারা সহাবস্থান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার...