ঢাকাসহ দেশের কয়েকটি নদী থেকে বর্জ্য অপসারণ ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা বলছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার চারটিসহ দেশের নদীগুলোর তালিকা করছে, যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়। ‘‘ঢাকার পাঁচটি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং আটটি বিভাগের আটটি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনা হবে।” ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নদী দূষণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। “এসব নদী রক্ষায় আমরা চেষ্টা করছি কাজটা শুরু করে দিয়ে যেতে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো...