নারী ওয়ানডে বিশ্বকাপের আর বাকি এক সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বাংলাদেশ নারী ক্রিকেট দলও সেরেছে নিজেদের প্রস্তুতি। বিশ্বকাপের এবারের আসর বসবে ভারতে। আসরে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়বে বাংলার নারীরা। তার আগে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্নই দেখছে দল। সংবাদ সম্মেলনে নারী দলের কোচ সারওয়ার ইমরান বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। আমার মনে হয় পাকিস্তান ও শ্রীলঙ্কার মত দলকে হারানোর ভালো সুযোগ আমাদের আছে। আমরা আমাদের শতভাগ মাঠে উজার করে দেব। আমরা সব ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোনো দলকে হারাতে পারব।’ অতীত পরিসংখ্যান পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভালো পারফরমেন্স করার...