ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য খেলা—ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তে উত্তেজনা। ক্রিকেটে চলমান এশিয়া কাপে গতকাল হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এই হারের রেশ কাটতে না কাটতেই এবার ফুটবলেও ভারতের কাছে হারের মুখ দেখল পাকিস্তান। শ্রীলঙ্কায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আজ (সোমবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভারত। এদিন কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় ভারত। বিরতিতে যাওয়ার আগে ৪৩তম মিনিটে গোল শোধ করে পাকিস্তান। বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৬৪তম মিনিটে ফের লিড নেয় ভারত। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭ মিনিট পরেই আবার সমতায় ফিরে পাকিস্তান। তবে এর মিনিট তিনেক পরে আবার গোল হজম করে পাকিস্তান। শেষ পর্যন্ত এই গোলটিই ব্যবধান গড়ে দেয়।...