উদ্বেগ নিয়ে ফের্মিন লোপেসের পরীক্ষা-নিরীক্ষার দিকে তাকিয়ে ছিলেন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচের শঙ্কাই সত্যি হয়েছে। আপাতত মাঠের বাইরে ছিটকে গেছেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনা সামাজিক মাধ্যম এক্স-এ সোমবার জানিয়েছে, বাঁ পায়ের পেশির চোটে ভুগছেন ২২ বছর বয়সী লোপেস। তিনি প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। চলতি মাসে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন লোপেস। গত রোববার গেতাফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি, মাঠ ছাড়েন অন্তিম সময়ে। মৌসুমের শুরুতেই চোট ভোগাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি ও আলেহান্দ্রে বাল্দে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এই তালিকায় যে লোপেস যুক্ত হচ্ছেন, ম্যাচ শেষের প্রতিক্রিয়াতেই তার আভাস দেন বার্সেলোনা কোচ ফ্লিক। “তিন পয়েন্ট, ৩-০ ব্যবধান সবকিছু ঠিকঠাক… ফের্মিনের...