অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রাইভেট সেক্টরের অনেকে ডিমান্ড করছে, ব্যাংক থেকে টাকা দেন-আরও ক্যাশ ইনসেনটিভ দেন-আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা হবে, কিছুদিন পরে বেতন-ভাতাও পাব না মনে হচ্ছে। সবাই বলে যে, ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্সই দিতে চায় না কেউ।’ আজ সোমবার রাজধানীর ডিএসই ভবনে আয়োজিত বন্ড ও সুকুক মার্কেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দেশের মানুষ কর দিলেও সেবা থেকে বঞ্চিত। এতে, তাদের রাগ থাকাই স্বাভাবিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাইরের দেশে বেশি ট্যাক্স দিতে হলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের...