পুজোর মরশুমে বাংলা ছবি রিলিজ করার রেওয়াজ অনেক দিনের। গত এক বছরে একাধিক তাবড় নির্দেশকের বড় ব্যানারের এবং বড় বাজেটের ছবি মুক্তি পায় পুজোর সময়। এই বছর মুক্তি পাবে প্রসেনজিৎ- শ্রাবন্তীর দেবী চৌধুরানী, দেব-এর রঘু ডাকাত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের রক্তবীজ ২ এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত যত কাণ্ড কলকাতাতেই। চারতে ছবিই তারকা খচিত। শুধু তাই নয়, চারজন পরিচালকই জনপ্রিয় ও স্বনামধন্য। তবে এই বছর নজর থাকবে প্রসেনজিৎ-অভিনীত দেবী চৌধুরানী এবং দেব-অভিনীত রঘু ডাকাতের উপর। বাংলা ছবির দুই মহাতারকা বহু দশক ধরে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এই পুজোয় শেষ হাসি কে হাসবেন সেই দিকে তাকিয়ে দর্শক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি। প্রসেনজিৎ ছাড়াও মুখ্য ভূমিকায় আছেন শ্রাবন্তী। ঘোড়ার পিঠে দৌড়, তলোয়ারের লড়াইসহ একাধিক সাহসী স্টান্টে দেখা গেছে এই ছবির...