বিসিবি নির্বাচন নিয়ে কথার লড়াই জমে উঠেছে। অবশ্য কথার লড়াইয়ের চেয়ে এখন পাল্টাপাল্টি অভিযোগ চলছে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিসিবির নির্বাচন প্রভাবিত করা চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গতকাল রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেছেন, নির্বাচনে সরকার হস্তক্ষেপ করছে না। তিনি বরং অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ বলেছেন, ‘তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি...