ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস খান। আগামী ১ নভেম্বর তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামে (ইউএফএলপি) ‘ট্রেইনি’ হিসেবে যোগ দেন। প্রায় ২৯ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগে শীর্ষস্থানীয় নানা পদে দায়িত্ব পালন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর ও হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। কোম্পানিটি বলছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন রুহুল। বাংলাদেশে সাপ্লাই চেইন ও অপারেশনস খাতের শীর্ষ নেতৃবৃন্দের অন্যতম হিসেবে তিনি...