বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক রিশাদ হোসেন। খেলেছেন দেশের বাইরের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে। তরুণ এই লেগস্পিনার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে। হোরার্ট হ্যারিকেন্স দলে নিয়েছে তাকে। বিগ ব্যাশ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একই সময় মাঠে গড়াবে। যে কারণে তার অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এবার সবুজ সংকেত পেয়েছেন তিনি। আসন্ন বিগ ব্যাশে পুরো মৌসুমেই হোবার্টের হয়ে খেলতে দেখা যাবে রিশাদকে। বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছে। ফলে এবারের বিপিএলে দেখা যাবে না এই লেগ স্পিনারকে। সর্বশেষ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে নজরকাড়া বোলিং করেছেন রিশাদ। বিগ ব্যাশের গত আসরে চ্যাম্পিয়ন হয় হোবার্ট হ্যারিকেন্স। সেই আসরেও রিশাদকে দলে নিয়েছিল তারা। কিন্তু জাতীয় দলের দায়িত্ব ও বিপিএল সূচির কারণে...