পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল) নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে বিলম্ব করেছে। এ কারণে কোম্পানিকে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আইন মেনে চলার কঠোর নির্দেশও দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী প্রযোজ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি।আরো পড়ুন:পুঁজিবাজারে ৩ শতাধিক কোম্পানির দরপতনজেড ক্যাটাগরিতে দুই কোম্পানি সম্প্রতি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসির পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। এর মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সময় মতো প্রতিবেদন জমা না দেওয়া হলে বিনিয়োগকারীরা সঠিক তথ্য থেকে বঞ্চিত...