জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা জনগণের দিকে তাকিয়ে হলেও এসব ভণ্ডামি বাদ দেন। নির্বাচন নিয়ে অযথা বিলম্ব করা হচ্ছে, এর মূল দায় বিএনপি ও জামায়াতের। বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে। তাদের ভণ্ডামি বাদ দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার (২২ সেপ্টেম্বর) বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ৫০-১০০ আসনের বেশি পাবে না বলেছিলাম, এখন অবস্থা আরও তলানিতে। দ্রুত বেশ কয়েকটি রাজনৈতিক দল এনসিপির ব্যানারে আসছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াত এখনো জুলাই সনদের...