বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ দেন। ওইদিন পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন। ফলে বিসিবি সভাপতির দেওয়া চিঠির কার্যকারিতা বহাল রয়েছে বলে জানিয়েছেন বিসিবির আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহিন এম রহমান। এর আগে কয়েকজন কাউন্সিলরের করা রিটের সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ছিলেন ভারপ্রাপ্ত...