নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লুটপাটের কারণে আজ সাধারণ গ্রাহকরা ভয়াবহ সমস্যায় পড়েছেন। বহু ব্যাংকে আমানত রাখা টাকার নিশ্চয়তা হারিয়ে গ্রাহকরা আর্থিক সংকটে ভুগছেন। বর্তমানে নামেমাত্র টিকে আছে পাঁচটি বেসরকারি ব্যাংক, এর বাইরে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়ার মুখে এবং আরও ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, লাগামহীন দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, খেলাপি ঋণের পরিমাণ শিগগিরই সাড়ে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এতে মোট ঋণের মধ্যে খেলাপির হার ৩০ থেকে ৪০ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা তারল্য সংকটকে আরও ভয়াবহ করে তুলবে। রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এ সংকটের...