ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিয়মিত সামরিক অভিযানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইয়েমেন, লেবানন, সিরিয়ার মতো দেশগুলোতেও প্রায়ই হামলা চালায় ইসরায়েল। এসব অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে নিয়মিত। এবার ইসরায়েলের এমনই একটি ড্রোন হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মার্কিন এক বাবা ও তার তিন সন্তান। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জবেইলে এই হামলাটি চালায় ইসরায়েল। হামলার কথা ইতোমধ্যে স্বীকার করলেও মার্কিন চার নাগরিকের নিহতের ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জবেইলে একজন হিজবুল্লাহ অপারেটরকে হামলা করে হত্যা করেছে। এই হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বেসামরিক নাগরিকদের যেকোনো ক্ষতির জন্য তারা দুঃখিত এবং যতটা সম্ভব ক্ষতি কমানোর জন্য তারা...