বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এক মাসের প্রশিক্ষণ দিচ্ছে। ঢাকার নিকুঞ্জ এলাকায় ‘প্রাইম টাওয়ারে’ সম্প্রতি এ কর্মসূচি শুরু হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এসআইসিআইপি’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ব্যাচের প্রশিক্ষণে অংশ নিয়েছেন ২৫ উদ্যোক্তা। দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো....