ওয়ানডে অবসর ভেঙে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি কক। আসন্ন পাকিস্তান সফর দিয়ে পুনরায় প্রোটিয়াদের ওয়ানডে দলে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার। একইসঙ্গে ১৫ মাস পর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন এই তারকা। আগামী অক্টোবরে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুই দল, যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আসন্ন এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডি কক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি কক। এরপর জাতীয় দলের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলা চালিয়ে যান তিনি। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে পুনরায় প্রোটিয়াদের রঙিন পোশাকে ফিরেছেন...