‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ–সাকিব আল হাসান’-একসময় বাংলাদেশের ম্যাচ চলাকালে গ্যালারিতে এমন প্ল্যাকার্ড অহরহ চোখে পড়ত। অনন্য প্রতিভার জোরে নিজেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গড়ে তোলেন সাকিব। বাংলাদেশের নাম বিশ্ব দরবারে সমাদৃত করেছিলেন, বনে গিয়েছিলেন দেশের সবচেয়ে বড় তারকা। কিন্তু পরপর কয়েকটি ভুল পদক্ষেপে নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন সেই সাকিব। বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ব্যবসায় জড়িয়েছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হয়ে অংশ নিয়েছেন নির্বাচনে। তার পাঁড় ভক্তরাও এসব কর্মকাণ্ড মেনে নিতে পারেননি। ফলাফল–চব্বিশের পাঁচ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে তিনি ব্রাত্য। সাকিবের এই গল্প গত এক-দেড় বছরে আপনি বহুবার শুনেছেন। এই ঘটনার কথা এখন নতুন করে বলার একটাই কারণ, অনেকেই মনে করছেন তার একসময়ের বন্ধু জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যেন গুটি গুটি পায়ে সাকিবের সেই...