দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন অব্যাহত রয়েছে। সেই সঙ্গে প্রতিনিয়ত কমছে লেনদেনের গতি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন কমে ৫০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। এতে দেড় মাসের মধ্যে সব থেকে কম লেনদেনের ঘটনা ঘটেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস ঢালাও দরপতনসহ টানা চার কার্যদিবস শেয়ারবাজারের দরপতন হলো। আর শেষ ১০ কার্যদিবসের মধ্যে ৭ কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হয়েছে। এর আগে, গত সপ্তাহে শেয়ারবাজারে ব্যাপক দরতপন হয়। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৬৮টির...