বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান আইনি টানাপোড়েনে নতুন মোড় এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্ট সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো একটি চিঠির কার্যকারিতা স্থগিত করলেও, দিন শেষে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে দিয়েছে। ফলে আপাতত বৈধ থাকছে বুলবুলের চিঠি।সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর আগে জেলা ও বিভাগীয় এডহক কমিটিকে চিঠি দিয়ে নতুন কাউন্সিলর পাঠানোর অনুরোধ করেন সভাপতি বুলবুল। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার নেই—এমন অভিযোগ তুলে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু এবং রাজবাড়ীর দুলাল হাইকোর্টে রিট দায়ের করেন।সে রিটের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেন। তবে আইনজীবীরা তখনই পরিষ্কার করে বলেন, বিসিবি নির্বাচনের নির্ধারিত তারিখে কোনো...