২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম ক্রিকেটে ব্যস্ত সূচি ও কাজের চাপ সামলানোর জন্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বিরতির কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমি গত ছয় মাস ধরে ক্রিকেট খেলছি, তাই কাজের চাপ সামলানো গুরুত্বপূর্ণ। এজন্য আমি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ করার জন্য বিরতির কথা ভাবছি।’ তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেবেন না বলে স্পষ্ট করেছেন জ্যোতি। ঘরোয়া লিগ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন না তিনি। বিশ্বকাপের পর এনসিএল অনুষ্ঠিত হবে। জ্যোতি বলেন, ‘আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, শুধু নারীদের এনসিএল খেলব না। এ সময় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালভাবে প্রস্তুত করার জন্য কিছু...