এশিয়া কাপের চলতি আসরে পর পর দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচ জয়ে কোনো মন্তব্য না করলেও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়। সুপার ফোরের ম্যাচে কম উত্তেজনা হয়নি। মাঠে তর্কে জড়ান ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হারিস রউফ। সুপার ফোরের ম্যাচে ফিফটির পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করে শাহিবজাদা ইরফান। কখনও ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের মুহূর্ত দেখানো, একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় পাকিস্তানি ক্রিকেটাররা। সর্বশেষ আসরে নামলেন রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। ভারতকে নিশানা করেছেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের...