সরকারি চাকরি মানেই সোনার হরিণ। সেই হরিণ পাওয়ার স্বপ্ন পেন্ডুলামের মতো ঝুলছে। ২০২০ সালের ২২ অক্টোবর মাউশি ১০ থেকে ১৬তম গ্রেডের মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। করোনাভাইরাসের কারণে ২০২১ সালে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ৩ হাজার ৪২২টি পদে নিয়োগ সম্পন্ন হয়। বাকি থাকে ৬১০ পদ। অবশেষে ২০২৪ সালের ৪ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর দুই মাস পর, একই বছরের ৬ জুন অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় অংশ নেন কয়েক হাজার প্রার্থী। কিন্তু আজও সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি।ফলে চার ক্যাটাগরির নিয়োগপ্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বলছেন, পাঁচ বছর ধরে এক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। চাকরির আশায় অনেকেই উচ্চশিক্ষা বা বিকল্প ক্যারিয়ার বাদ দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর লিখিত...