ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গকে হারানোর শোকে আসামের আকাশ-বাতাস এখনো ভারী হয়ে আছে। বোরবার সেই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী সরুসূযাই স্টেডিয়াম। শিল্পীর কফিনবন্দি মৃতদেহ দেখে ভেঙে পড়েছে সব শ্রেণির অনুরাগীরা। যে ছেলেটি নির্ধিদ্বায় প্রতিবাদ করত, যে ছেলেটি মানুষের আপদে-বিপদে ঝাপিয়ে পড়ত, তাকে আর কাছে পাওয়া যাবে না! বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারছে না আসামবাসী। এমন অবস্থার মাঝেই আসামের কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের এক নাগা ছাত্র জুবিনকে নিয়ে কটূক্তি করায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওই নাগা ছাত্র জুবিনের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন। এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়। নাগাল্যান্ড থেকে আসামে পড়তে আসা ওই ছাত্রকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, বিশৃঙ্খল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাকি নাগা পড়ুয়াদের যাতে কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্যে ৩৭০...